অনুরাগীদের কটাক্ষের শিকার বাদশা ! সংগৃহীত ছবি
বিমানবন্দরে ভক্তের সঙ্গে ছবি তুলতে অস্বীকার, ঠেলে ফেলে দিলেন শাহরুখ, নেট দুনিয়ায় নিন্দাভক্তদের মাত্রাতিরিক্ত অত্যাচারে বিরক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বই বিমান বন্দরে ভক্তদের অত্যাচারে স্বাভাবিকভাবেই শাহরুখকে দেখা মাত্রই তাঁর ভক্তরা ছুটে আসেন সেলফি তোলার জন্যে। কিন্তু ভক্তদের সঙ্গে সেলফি তুলতে মোটেও রাজি হননি বাদশা।
তিনি রীতিমতো বিরক্ত হন এবং এক ভক্তের তাঁর সামনে এসে ছবি তুলতে চাইলে তাঁকে দূরে ঠেলে দেন অভিনেতা। কাশ্মীর থেকে মুম্বই ফিরতেই বিমানবন্দরে এরকম পরিস্থিতির সম্মুখীন হলেন বাদশা।তবে শাহরুখের এরকম দৃষ্টিভঙ্গি দেখে নেটিনাগরিকরা অভিনেতার নিন্দা করেছেন। ঘটনাটি ঘটেছে, যখন শাহরুখ খান মুম্বই বিমানবন্দরে পাড়ি দেন তখনই একজন ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে শুরু করে।
নায়ক রীতিমতো বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে দূরে ঠেলে দেয়। বুধবার পাপারাজ্জিদের অ্যাকাউন্টে থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। যেখানে, শাহরুখকে তাঁর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দর থেকে বের হতে দেখা গিয়েছে। বিমানবন্দরে পাপারাজ্জি এবং ভক্তরা তাঁকে অভ্যর্থনা জানালে শাহরুখ সবার উদ্দেশ্যে চুমু উড়িয়ে দেন। তখনই ভক্তের সঙ্গে সেলফি তোলা অস্বীকার করেন বাদশা।