সামনের মাসেই বাংলায় আসছেন শাহ
আগামী মাসেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে কোন তারিখে তিনি বাংলা পা রাখবেন তা অবশ্য জানাননি রাজ্য বিজেপির সভাপতি। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, লোকসভা ভোটের এক বছর আগে থেকে শাহের প্রতি মাসে বাংলায় আসার কথা থাকলেও, পঞ্চায়েত ভোটের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছিল।
নিজের এই সফর পর্বে রাজ্য নেতাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন শাহ। সঙ্গে করতে পারেন একটি জনসভাও। সে ক্ষেত্রে কোনও একটা হেরে যাওয়া আসনে সমাবেশের পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের। সেই এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। পঞ্চায়েত ভোটে শাসকদলের হাতে আক্রান্ত হয়ে যে সব নেতা-কর্মীরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের সঙ্গে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো যায়, সেই ভাবনাও রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের। তবে কয়েক মাস আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরামবাগে জনসভা করার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মূহূর্তে সেই সভার কর্মসূচি বাতিল হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত, শুক্রবারেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি। ওই দিনই পঞ্চায়েত ভোটে বিজেপির ফলাফল নিয়ে টুইট করে সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভুমিকার প্রশংসাও করেন শাহ। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।’’
শাহ আরও লেখেন, ‘‘এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।’’ টুইটের শেষাংশে তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।’’