You will be redirected to an external website

মমতা-সাক্ষাতের ন’দিনের মাথায় শাহি-বৈঠক,নতুন রসদ রাজ্য বিজেপিতে

মমতা-সাক্ষাতের-ন’দিনের-মাথায়-শাহি-বৈঠক,নতুন-রসদ-রাজ্য-বিজেপিতে

মমতা-সাক্ষাতের ন’দিনের মাথায় শাহি-বৈঠক

গত ১৮ জুন কোচবিহারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সাক্ষাৎ হয়। তার পরে বুধবার অনন্তের সঙ্গে সাক্ষাৎ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যাঁর পছন্দে তিনি সাংসদ হয়েছিলেন। সংসদ ভবনে শাহ ও অনন্তের মধ্যে ঠিক কী নিয়ে কথা হয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে শিলিগুড়ি যাওয়ার পরে সেখান থেকে কোচবিহারে যান মমতা। সে দিন মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মমতা যান চকচকায়। সেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্তের বাড়ি। মমতাকে স্বাগত জানাতে অনন্ত রাজবংশী উত্তরীয় আর ঐতিহ্যবাহী গুয়াপান দেন মুখ্যমন্ত্রীর হাতে। এর পরেই নানা জল্পনা তৈরি হয়। বিজেপি এমন আশঙ্কাও করে যে, অনন্ত তৃণমূলে চলে যেতে পারেন।

সেই জল্পনার মধ্যেই বুধবার সংসদ ভবনে শাহের দফতরে অনন্তের ছবি নিয়ে নতুন ভাবনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে আগে অনন্তের ইন্ধনে ‘পৃথক রাজ্য না হলে বিজেপিকে ভোট নয়’ কোচবিহারে প্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতে শাহ ফোন করেন অনন্তকে ‘ধমক’ দিয়ে ওই প্রচার বন্ধ করতে বলেন। সেই সময়েই অনন্ত বাজেট অধিবেশনের অবসরে শাহের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘এখানকার মানুষ পৃথক রাজ্যের দাবি নিয়ে ক্ষুব্ধ। বাজেট অধিবেশনের সময়েই আমি শাহের সঙ্গে দেখা করে বিষয়টা উত্থাপন করেছিলাম। তখন উনি বিষয়টা দেখবেন বলে জানান। কিন্তু তার পরে এখনও পর্যন্ত কিছু হয়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শপথগ্রহণ-চেয়ে-ধর্না-জারি-রাখছেন-সায়ন্তিকারা,ধর্না-রেড-রোডের-বিআর-অম্বেডকরের-মূর্তির-পাদদেশে Read Next

শপথগ্রহণ চেয়ে ধর্না জার...