প্রচারে বেরিয়ে আবার ‘ক্ষোভের’ মুখে শতাব্দী
গত কয়েক দিন ধরে যেখানেই প্রচারে যাচ্ছেন, প্রায় সব জায়গাতেই গ্রামবাসীদের অভিযোগ এবং দাবি শুনছেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তিন বারের সাংসদকে ঘিরে সোমবারও এক দল মানুষ পানীয় জল এবং রাস্তা নিয়ে অভিযোগ জানালেন। প্রচারে যেতে গিয়ে বেশ কিছু ক্ষণ বীরভূমের সাঁইথিয়া এলাকায় আটকে থাকেন শতাব্দী। আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেন কয়েক জন। তবে বীরভূমের তৃণমূল প্রার্থীর দাবি, কেউ বিক্ষোভ দেখাননি। তাঁকে বাড়ির মেয়ে এবং দিদি মনে করে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছেন মানুষ। এটা তাঁদের আবদার।
গাড়িতে বাতাসপুর গ্রাম পেরোনোর সময় কয়েক জন মানুষ তাঁর গাড়ি থামান। শতাব্দীর কাছে পানীয় জল এবং রাস্তার দাবি নিয়ে অভিযোগ করেন। গাড়িতে বসেই গ্রামবাসীদের সমস্ত কথা শোনেন তিনি। আশ্বাসও দেন। অন্য দিকে, গ্রামবাসীদের দাবি, দীর্ঘ দিন ধরে পানীয় জলের অসুবিধার কথা বলা হলেও সেই সমস্যার সুরাহা করেনি প্রশাসন।
তবে শতাব্দীর দাবি, তাঁকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি। তাঁর গাড়িও কেউ ঘিরে ধরেননি। তিনি কথাবার্তা শুনবেন বলেই দাঁড়িয়েছিলেন। তাঁর কথায়, ‘‘কেউ বিক্ষোভ দেখাননি। মিথ্যা কথা। আমাকে আবদার জানিয়েছেন গ্রামের মানুষ।’’