মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শওকত মোল্লার
পঞ্চায়েত নির্বাচন পর্বে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়৷ রাজনৈতিক সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সেই উত্তাপ কমাতে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ভোট মিটে গেলেও বোমা উদ্ধার সহ বিক্ষিপ্ত হিংসা জারি থাকে ভাঙড়ে।
এই নিয়ে শাসক বিরোধীদের মধ্যে তরজা লেগে রয়েছে। ভাঙড়ের বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি নিজের বিধানসভা এলাকায় ঢুকতে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। তাঁর অভিযোগ, আইএসএফকে আটকাতে, তাঁকে আটকাতে ১৪৪ ধারার ব্যবহার করা হচ্ছে।
তাই সেখান থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা প্রয়োজন এমনটাই মনে করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সোমবার বিধানসভায় সাংবাদিকদের তিনি জানান, “ভাঙড়ে প্রচুর মানুষ ১৪৪ ধারার জন্য সমস্যায় রয়েছেন। ভাঙড়ের জনজীবন ব্যাহত হচ্ছে। এই এলাকায় মূলত সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। যে সবজি শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয় দেশের বিভিন্ন প্রান্তেও রফতানি হয়। সেই কাজ করতেও সমস্যা হচ্ছে। এলাকার বহু দরিদ্র মানুষ এই সবজি ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের সমস্যা হচ্ছে। এ ছাড়াও সেখান থেকে প্রচুর মানুষকে বাইরে যাতায়াত করতে হয় সেগুলোও সম্ভব হচ্ছে না ১৪৪ ধারা জারি থাকার জন্য। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাতে চাই যে ১৪৪ ধারা প্রত্যাহার করা হোক।