আদালত চত্বরে তীব্র বচসা বেধে গেল শোভন-রত্নার
শনিবার বিবাহবিচ্ছেদ মামলায় আলিপুর আদালতে হাজির হয়েছিলেন শোভন। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, ওই মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন রত্না চট্টোপাধ্যায়ও। সেখানেই মধ্যাহ্নভোজের বিরতিতে একে অপরের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন শোভন-রত্না। ওই সময় শোভনের সঙ্গেই ছিলেন বৈশাখী। তিনি অবশ্য ওই দু’জনের ঝগড়ার সময় নীরব ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতক্ষদর্শীদের দাবি, শোভন-রত্নার কথোপকথন প্রথমে নরম স্বরেই চলছিল। অভিযোগ পাল্টা-অভিযোগ থেকে আচমকাই তা ঝগড়ায় গড়ায়। তার পর সেই ঝগড়া পৌঁছয় উচ্চস্বরে চিৎকারে। পরস্পরকে আক্রমণ করতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শোভন অভিযোগ করেন, তাঁর অনেক কিছু এখনও দখল করে রেখেছেন রত্না ও তাঁর পরিবার। পাল্টা রত্নাকেও বলতে শোনেন তাঁরা, বর্তমানে গোলপার্কের যে আবাসনে শোভন রয়েছেন, সেটি এখনও শুভাশিস দাসের নামেই রয়েছে।
দু’জনের চিৎকার-চেঁচামেচি আরও বাড়তেই এগিয়ে আসেন শোভনের নিরাপত্তারক্ষীরা। রত্নাকেও থামতে বলেন তাঁর আইনজীবী ও অনুগামীরা। কিন্তু কেউই তখন থামতে রাজি হচ্ছিলেন না বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। প্রায় মিনিট ১৫ সেই ঝগড়া চলার পর পরিস্থিতি সামাল দিতে দু’পক্ষকেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে শোভন-রত্নার ঝগড়ার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু শনিবারের ঘটনা যেন অন্য সব বারকে ছাপিয়ে গিয়েছিল। পরে আদালতের কাজকর্ম শেষ করে শোভনের সঙ্গে আদালত ছেড়ে বেরিয়ে যান বৈশাখী।