সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাতে পারবে ইডি। শীর্ষ আদালতের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ দেওয়া হল না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই নির্দেশ।
প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি ও সিবিআই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ।কুন্তল ঘোষের মামলায় তাঁকে ইডি-সিবিআই-এর জেরা করার নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।প্রথমে সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি পিএস নরসিমহার অবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, অবকাশকালীন বেঞ্চ একক বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করবে না। এরপর সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এদিনের সওয়াল জবাবের পর দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই এবং ইডি।
গত ৩০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেন, তাঁকে নিয়ে তদন্তকারীরা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন। এদিকে, ঠিক তার আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনার থেকে বলেছিলেন, জেলে যাঁরা রয়েছেন, তাঁদের মুখে থেকে তাঁর নাম জোর করে বলানোর চেষ্টা করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কাকতালীয় দুটি ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়।