You will be redirected to an external website

ফিল্মি কায়দায়' শ্যুটআউট, পরপর গুলিতে ঝাঁঝরা দুর্গাপুরের রাজু

ফিল্মি-কায়দায়'-শ্যুটআউট,-পরপর-গুলিতে-ঝাঁঝরা-দুর্গাপুরের-রাজু

পরপর গুলিতে ঝাঁঝরা দুর্গাপুরের রাজু

কলকাতায় যাওয়ার সময় আচমকা হামলা, চালানো হয় একাধিক গুলি। গুরুতর আহত অবৈধভাবে কয়লা কারবারে অভিযুক্ত রাজু ঝাঁ। জানা যাচ্ছে, কলকাতার দিকে যাচ্ছিল তাঁর ফরচুনা গাড়ি। শক্তিগড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, একাধিক গুলি বিদ্ধ করেছে রাজুর শরীর। তাঁর সঙ্গীও গুরুতর আহত।তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর মৃত্যু হয়েছে। 

রাজনীতিতে যোগদান করলেও কোনও পদ সেভাবে পাননি তিনি। BJP-তে যোগাদানের সময় তাঁকে মঞ্চে আহ্বান করা হয় ‘সমাজসেবী’ হিসেবে। আর এই নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। একাধিক কটাক্ষ ধেয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের দিকে। যদিও সেই সময় এই অভিযোগগুলি নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি রাজুকে।

তাঁর উপর গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়েছে। অনেকেই এই ঘটনায় সিধু মুসেওয়ালাকাণ্ডের ছায়া দেখছেন। কী ভাবে প্রকাশ্য রাস্তায় গাড়ি লক্ষ্য করে চালানো হল গুলি? কে বা কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে? ইতিমধ্যেই এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে ময়দানে নেমেছে পুলিশ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Amit-Shah:১৪৪-ধারা-জারির-জেরে-বাতিল,শাহি-সফর- Read Next

Amit Shah:১৪৪ ধারা জারির জেরে ব...