বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হবে দক্ষিণে
দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। উত্তরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হবে দক্ষিণে। শুক্রবার হাওয়া বদল। শনি থেকে মঙ্গল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে।
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়।উত্তরবঙ্গে উপরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি।