মমতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বিরোধী দলনেতা
চন্দ্রকোণার সভা থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের রায়ের পর শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেয়েছেন শুভেন্দু। সেই সভা থেকে 'নো ভোট টু মমতা'-র ডাক দিয়ছেন বিরোধী দলনেতা। এমনকী এদিনের সভাতে লাল হরফে নো ভোট টু মমতা' লেখা সাদা টি-শার্ট পরে বক্তব্য রাখেন শুভেন্দু।
আদালতের রায়ের পর শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেয়েছেন শুভেন্দু। সেই সভা থেকে 'নো ভোট টু মমতা'-র ডাক দিয়ছেন বিরোধী দলনেতা। এমনকী এদিনের সভাতে লাল হরফে নো ভোট টু মমতা' লেখা সাদা টি-শার্ট পরে বক্তব্য রাখেন শুভেন্দু।আর এদিন চন্দ্রকোণার সভা থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর করার ডাক দিয়েছিল শুভেন্দু। তিনি জানিয়েছেন, 'বিজেপিতে যোগ দেওয়ার পর মোদী জি, অমিত শাহ ও নাড্ডাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব আমাকে দিয়েছিল। সেই কাজ করেছি। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার কাজ এখনও বাকি। আপনাদের সঙ্গে নিয়ে সেই কাজও করব।
তিনি আরও জানিয়েছেন, 'তৃণমূলকে একদম তুলে ফেলতে হবে, একদম ভয় পাবেন না। উত্তর প্রদেশ, গুজরাতে রামনবমীর এত মিছিল হয়েছে, একটাও কোনও ঘটেনি। তৃণমূলের পাশ থেকে সংখ্যালঘুরা সরে যাচ্ছেন। বগটুই, আনিস খান ও সাগরদিঘির উপনির্বাচনের পর সংখ্যালঘুরা ভুল বুঝতে পেরেছে। এনআরসির নামে তাদের ব্যবহার করেছে এটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী বিভেদ তৈরির চেষ্টা করছেন। হাওড়া ও রিষড়ার হিংসার ঘটনায় তৃণমূলের গুন্ডারা যুক্ত। হাত থেকে ভোট বেরিয়ে যাচ্ছে তাই এই কাজ করানো হচ্ছে।'