স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগকে ‘অবৈধ’ বলছেন শুভেন্দু
রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রবল আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগ অবৈধ।
গত ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীকে বসায় নবান্ন। যা রীতিমতো চমকপ্রদ সিদ্ধান্ত। নন্দিনী (Nandini Chakraborty) আগে রাজভবনের সচিব ছিলেন। সেসময় রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। শেষে রাজ্যপালের কথা শুনে নন্দিনীকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। রবিবার তাঁকেই স্বরাষ্ট্র সচিব করা হয়েছে।
বিরোধী দলনেতার দাবি, স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ বেআইনি। রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে। বিষয়টি ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ দাবি করে, তা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাউবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিব এস রাধা চৌহানকেও জানিয়েছেন বলে দাবি শুভেন্দুর। আইএএসদের (IAS) সংগঠনকেও একথা জানিয়েছেন বিরোধী দলনেতা।