You will be redirected to an external website

জঙ্গলমহলে ভোট প্রচারে এসে শুভেন্দুকে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান

জঙ্গলমহলে-ভোট-প্রচারে-এসে-শুভেন্দুকে-শুনতে-হল-‘চোর-চোর’-স্লোগান

ভোট প্রচারে এসে শুভেন্দুকে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান

হুল দিবসের আগের দিন জঙ্গলমহলে ভোট প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ, বৃহস্পতিবার ঝাড়গ্রামের নয়াগ্রামে ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউতের বাড়ির ছাদ থেকেই শুভেন্দুকে লক্ষ্য করে ওই স্লোগান দেন তৃণমূল কর্মীরা। 

শুভেন্দুর দাবি, পুলিশের সাহায্যে এই সব হচ্ছে। তিনি বলেন, “রমেশ রাউতকে বলে দিয়ে গেলাম, আমি শুভেন্দু অধিকারী, কিষেনজিকে সোজা করা লোক। লালগড়ের অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডেকে সোজা করা লোক। আমার সঙ্গে এ সব করে কোনও লাভ হবে না। জঙ্গলমহলে পুলিশিরাজ চলবে না।” অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। নয়াগ্রামের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু পাল্টা বলেন, ‘‘ওই সভায় লোকজন ছিল না। ফলে মাথা খারাপ হয়ে উল্টোপাল্টা বকেছেন।’’

 শুভেন্দু বলেন, ‘‘ওসি যে ভাবে একজন জেলা পরিষদের প্রার্থীকে আক্রমণ করেছেন, তাতে প্রমাণিত এ রাজ্যে পুলিশ নিরপেক্ষ নয়। তাঁরা পার্টির ক্যাডারের থেকেও অধম।’’ পঞ্চায়েত ভোটের আগে কুড়মি ভাবাবেগও উস্কে দিয়েছেন তিনি। শুভঙ্করের স্ত্রীর পাশে দাঁড়িয়ে তাঁদের সন্তানকে ধরে শুভেন্দু বলেছেন, ‘‘শুভঙ্কর মাহাতো একজন কুড়মি সমাজের মানুষ ও ক্যানসার রোগী। এই পরিবার যাতে বিচার পায় তার ব্যবস্থা করব।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Saayoni-Ghosh:-অবশেষে-ইডি-দফতরে-হাজিরা-সায়নী-ঘোষের,কী-বললেন-যুবনেত্রী? Read Next

Saayoni Ghosh: অবশেষে ইডি দফতরে হ...