You will be redirected to an external website

নন্দীগ্রামে অভিষেকের পাল্টা ‘মহা মিছিলের’ ডাক শুভেন্দুর

নন্দীগ্রামে-অভিষেকের-পাল্টা-‘মহা-মিছিলের’-ডাক-শুভেন্দুর

অভিষেকের পাল্টা ‘মহা মিছিলের’ ডাক শুভেন্দুর

বৃহস্পতিবার নন্দীগ্রামে ২০ কিলোমিটার মিছিল করছেন অভিষেক। আর অভিষেকের পাল্টা নন্দীগ্রামে মহা মিছিলের ডাক দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ২০ জুন নন্দীগ্রামে মিছিল করবেন তিনি। বিজেপি নেতা প্রলয় পাল তেমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বহিরাগত নয়, নন্দীগ্রামের মানুষ নিয়েই ২০ জুন মিছিল করবে বিজেপি। তাতে নেতৃত্ব দেবেন শুভেন্দু।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর রয়েছেন অভিষেক। বৃহস্পতিবার তিনি নন্দীগ্রামে মিছিল করছেন। এদিন চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার হাঁটবেন। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। সম্প্রতি শুভেন্দুর কনভয়ের ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন অভিষেক।

‘নন্দীগ্রাম’ শাসক-বিরোধী দুটি রাজনৈতিক দলের কাছেই বিশেষ অর্থবহ। বিধানসভা নির্বাচনেও ‘হাই ভোল্টেজ’ লড়াই দেখিয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে খোদ প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই জমি পুনরুদ্ধারে মরিয়া শাসকশিবির। জনসংযোগ বাড়াতে মিছিল করছেন অভিষেক। তারই পাল্টা হিসাবে নন্দীগ্রামবাসীদের সঙ্গে নিয়েই ২০ জুন মিছিলের ডাক দিয়েছে বিজেপি, মুখ শুভেন্দু।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বাংলায়-ফের-তীব্র-গরম,-বইবে-লু,-জারি-তাপপ্রবাহের-সতর্কতা Read Next

বাংলায় ফের তীব্র গরম, বইব...