You will be redirected to an external website

দুর্নীতি মামলায় এবার অয়ন শীল সম্পর্কে আরও তথ্য হাতে পেতে ইডির তলবে শ্বেতা চক্রবর্তী !

দুর্নীতি-মামলায়-এবার-অয়ন-শীল-সম্পর্কে-আরও-তথ্য-হাতে-পেতে-ইডির-তলবে-শ্বেতা-চক্রবর্তী-!

ইডির তলবে শ্বেতা চক্রবর্তী !

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীল সম্পর্কে বিরাট তথ্য হাতে পেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিশেষ নজরে রয়েছে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় এবং শ্বেতা চক্রবর্তী। আগামী সপ্তাহেই অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব করতে পারে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে তলব করা হতে পারে অয়নের পরিবারের সদস্যদের।

ইডি সূত্রে খবর, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, একাধিক দুর্নীতিতেও নাম জড়িয়েছে অয়ন শীলের। ধৃতদের মধ্যে অন্যতম প্রভাবশালী অয়ন। যে লকারে অয়নের কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছিল, তার মধ্যে বেশীরভাগ তাঁর স্ত্রী কাকলি ও ছেলে অভিষেকের নামে। এছাড়াও অয়নের ৪০ কোটি টাকার বেআইনি সম্পত্তিরও হদিশ মিলেছে।

এছাড়াও অয়ন শীলকে গ্রেফতারির পর বারবার শ্বেতা চক্রবর্তীর নাম জড়িয়েছে। শ্বেতার সম্পত্তির পরিমাণও ইডির নজরে রয়েছে। এছাড়াও আদালতে ইডি জানিয়েছে, তাঁদের বিশেষ নজর রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় উপর। এখানেই শেষ নয়, ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের উপরও পুরো নজর রয়েছে ইডির। ছেলে অভিষেকের নামেও যে বিপুল সম্পত্তি, পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট রয়েছে, সেটাও খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, অয়ন শীলকে গ্রেফতারের পর থেকেই শোনা গিয়েছিল শ্বেতার সঙ্গে নাকি মামা-ভাগ্নি পরিচয়ে বেলঘড়িয়ার ভাড়া থাকতেন অয়ন। এদিকে ছেলের বান্ধবী ইমনও নাকি জড়িত তাঁর দুর্নীতিতে। কিন্তু ঠিক কী ভূমিকা ছিল ইমনের, এবার তা জানতে চেষ্টা করছে ইডি। একইসঙ্গে ইডি মনে করছে, ছেলে অভিষেক ও স্ত্রী কাকলি সবটা জানে। তাই তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পারদ-চল্লিশের-দোরগোড়ায়,-সতর্কতার-বার্তা-চিকিৎসকদের Read Next

পারদ চল্লিশের দোরগোড়ায়...