You will be redirected to an external website

দু’দশক পর মহানন্দা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা

দু’দশক-পর-মহানন্দা-অভয়ারণ্যে-রয়্যাল-বেঙ্গল-টাইগারের-দেখা

হানন্দা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা

দীর্ঘ দু’দশক পর মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যে এবার দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। শিলিগুড়ির উপকণ্ঠে ওই অভয়ারণ্যের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বিরল ছবি। একটি নাকি আরও রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে অভয়ারণ্য, যার ছবি ধরা পড়েছে সে পুরুষ নাকি স্ত্রী, তা এখনও স্পষ্ট নয়।

শালুগাড়া আর্মি ক্যাম্পের কিছুটা দূরে মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য। হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত এই বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৪৯ সালে ১২৭ বর্গ কিলোমিটারের এটিকে সরকারিভাবে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল। এরপর ২০১০ সালে বাঘের চিহ্ন মিলেছিল। তাই ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়। তবে সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলেনি। সম্প্রতি দেখা মিলল দক্ষিণরায়ের।

বনদপ্তর সূত্রে খবর, মহানন্দা অভয়ারণ্যের সাতমাইল এলাকার কাছে বাঘের দেখা মিলেছে। এছাড়া কালিঝোরার গোলা এবং চোকলং ব্লকের ট্র্যাপ ক্যামেরাতেও দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। তবে একটি বাঘ বা বাঘিনী চতুর্দিকে ঘুরেফিরে বেড়াচ্ছে নাকি তারা সংখ্যায় একাধিক, তা এখনও স্পষ্ট নয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শুভেন্দু--প্রমাণ-দিতে-পারলেই-,মুখ্যমন্ত্রীর-পদ-থেকে-ইস্তফা-দেবেন-বলে-জানান-মমতা-বন্দ্যোপাধ্যায়! Read Next

শুভেন্দু প্রমাণ দিতে পা...