You will be redirected to an external website

Sikkim Flood: আরও বড় ফাটল লোনক হ্রদে,লোনক হ্রদে আরও বড় ফাটল দেখা দিয়েছে

Sikkim-Flood:-আরও-বড়-ফাটল-লোনক-হ্রদে,লোনক-হ্রদে-আরও-বড়-ফাটল-দেখা-দিয়েছে

সিকিমের লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান

মেঘভাঙা বৃষ্টিতে সিকিমের লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান। কার্যত ভেসে গিয়েছে উত্তর সিকিমের একাংশ। ভেসে গিয়েছেন ২৩ জন জওয়ান। তাঁদের এখনও কোনও খোঁজ মেলেনি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আরও ২৫ ফুট জলস্তর বাড়বে। এখনই দোতলা বাড়ির ওপর দিয়ে বইছে জল। বর্তমান জলস্তর থেকে আরও ২৫ ফুট জল বাড়লে, পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে চলেছে বলে জানিয়েছেন সেনার ইস্টার্ন কমান্ড। লোনক হ্রদে আরও বড় ফাটল দেখা দিয়েছে। জল আরও নীচে নেমে আসছে।

মধ্যরাত থেকে মেঘভাঙা বৃষ্টি, আর তাতেই উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে। ভাঙে চুংথাম বাঁধ। রাক্ষুসে চেহারা নেয় তিস্তা। এখনই সিকিমের উপরের এলাকা রীতিমতো ভেসে গিয়েছে। পাহাড়ি সিকিমের দু’পাশে সেনাছাউনি। ধসে যায় ছাউনি। মধ্যরাতের জলস্তরে ভেসে যান ২৩ জন সেনা।

সময় যত এগোচ্ছে, ভয়ঙ্কর তিস্তা আরও রুদ্ররূপ নিচ্ছে। সেনার তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে, তিস্তায় ২৫ ফুট পর্যন্ত জলস্তর আরও বাড়বে। তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পুজোর-আগে-মহা-দুর্যোগের-মুখে-বাংলা,বাংলার-গা-ঘেঁষে-নিম্নচাপ,-৪৮-ঘণ্টা-বৃষ্টির-পূর্বাভাস Read Next

পুজোর আগে মহা দুর্যোগের ...