You will be redirected to an external website

Maternity Leave: এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন সিকিমের সরকারি কর্মচারীরা, ঘোষণা মুখ্যমন্ত্রী

Maternity-Leave:-এক-বছরের-মাতৃত্বকালীন-ছুটি-পাবেন-সিকিমের-সরকারি-কর্মচারীরা,-ঘোষণা-মুখ্যমন্ত্রী

এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন সিকিমের সরকারি কর্মচারীরা

এ বার থেকে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন সিকিমের সরকারি কর্মচারীরা। বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। মহিলাদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও।

বুধবার সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তামাং। সেখানেই তিনি তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ।

১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত ছোট রাজ্য সিকিমের জনসংখ্যা মাত্র ৬ লক্ষ ৩২ হাজার। রাজ্যগুলির মধ্যে সব চেয়ে কম জনসংখ্যা সিকিমেই। বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম।” 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Narendra-Modi:-অনাস্থাকে-গুরুত্ব-দিচ্ছে-না-বিজেপি,পরবর্তী-মেয়াদের-কর্মসূচি-ব্যাখ্যা-করলেন! Read Next

Narendra Modi: অনাস্থাকে গুরুত্ব ...

Related News