দিল্লীর হাইকোর্টে স্বস্তি পেলেন না সিসোদিয়া। সংগৃহীত ছবি
রাজধানী দিল্লিতে মদ নীতি বাস্তবায়নে দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিন-আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সিবিআই-এর মামলায় জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিসোদিয়া
কিন্তু মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ সিসোদিয়া। এবার দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মনীশ সিসোদিয়া।উল্লেখ্য, দিল্লির একটি আদালত গত ২৩ মে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিচার বিভাগীয় হেফাজত ১ জুন পর্যন্ত বাড়িয়েছিল।
সিবিআই এই বছরের ২৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করার পরে ইডি ৯ মার্চ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল। ইডি অভিযোগ করেছে, সিসোদিয়াই মদ নীতি বাস্তবায়ন দুর্নীতির মাস্টারমাইন্ড।