You will be redirected to an external website

কমবে টম্যাটোর দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের ঘোষণা সীতারমণের

কমবে-টম্যাটোর-দাম,-মূল্যবৃদ্ধি-নিয়ন্ত্রণে-বড়-পদক্ষেপের-ঘোষণা-সীতারমণের

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের ঘোষণা সীতারমণের

কোথাও ১৫০ টাকা তো কোথাও ২০০ টাকা দরে বিকোচ্ছে এই লাল সবজি। দেশজুড়ে টম্যাটোর এই অত্যধিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে এবার টম্যাটোর দামে লাগাম টানতে আসরে নামতে চলেছে কেন্দ্র। টম্যাটোয় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

টম্যাটোর অত্যধিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে নিয়ে এদিন সংসদে ভর্তুকি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, চলতি সপ্তাহ থেকেই টম্যাটোয় ভর্তুকি দেওয়া হবে। যার ফলে টম্যাটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে।

অর্থমন্ত্রী আরও জানান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত ৮ লক্ষ কেজির বেশি টম্যাটো ভর্তুকি দিয়ে রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে সরবরাহ করা হয়েছে। আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানো হবে। বিহার, পশ্চিমবঙ্গেও টম্যাটো সরবরাহ হবে। আবার টম্যাটোর উৎপাদন কেন্দ্র অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক থেকে সরাসরি কেন্দ্র টম্যাটো কিনে নেবে বলেও জানান সীতারমণ। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Adhir-Ranjan-Chowdhury:-অনির্দিষ্টকালের-জন্য-লোকসভা-থেকে-সাসপেন্ড-অধীর-চৌধুরী Read Next

Adhir Ranjan Chowdhury: অনির্দিষ্টকাল�...

Related News