সামনের সারিতে বসে ‘নিদ্রা’মগ্ন শুভেন্দু । সংগৃহীত ছবি
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। ১ নম্বর কোর্ট রুমে প্রধান বিচারপতির এজলাসে হয় এই আয়োজন করা হয়।হাই কোর্টের অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনিই প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ শেষে প্রধান বিচারপতির দু’হাত ধরে তাঁকে অভিনন্দন জানান রাজ্যপাল বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিচারপতি টি এস শিবজ্ঞানমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী মলয় ঘটক, মেয়র ফিরহাদ হাকিম প্রমুখ।উপস্থিত ছিলেন কিছু বর্ষীয়ান আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীব অরুণাভ ঘোষ। চিরচারিত রীতি মেনে এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
তবে হাই কোর্টের এই সাক্ষাৎপর্বটি অকস্মাৎই ঘটেছে। এমন হওয়ার কথা ছিল না। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার আসন পরস্পরের কাছাকাছি ছিল না। শুভেন্দুর জন্য নির্দিষ্ট ছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাশের আসনটি। অনুষ্ঠানের কিছু আগে হাই কোর্টে পৌঁছে সেই নির্দিষ্ট আসনেই বসেছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা হাই কোর্টে এসে পৌঁছনোর কিছু ক্ষণ আগে ফিরহাদের সঙ্গে দু’এক বার কথা বলতেও দেখা গিয়েছে শুভেন্দুকে। গোটা অনুষ্ঠানের নানা ছবি প্রকাশ্যে এসেছে। তারই মধ্যে একটি ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাতে দেখা যাচ্ছে, সামনের সারিতে বসা শুভেন্দু অধিকারীর চোখ বন্ধ! বোঝাই যাচ্ছে, তিনি নিদ্রামগ্ন । ঘণ্টাখানেকের অনুষ্ঠানের মাঝে ক্লান্ত হয়েই কি তিনি ঘুমিয়ে পড়লেন? কিন্তু তিনি তো বিরোধী দলনেতা। দায়িত্ববোধের জায়গা থেকেই এভাবে চোখ বন্ধ হয়ে যাওয়া মোটেই তাঁর ক্ষেত্রে শোভা পায় না। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বক্তৃতা দেন প্রধান বিচারপতি নিজে। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ন্যায়ের পথ প্রশস্ত করবেন। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে টি এস শিবজ্ঞানমের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। জানা গিয়েছে, বিচারপতি টি এস শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বিএসসি করে মাদ্রাজ ল কলেজ থেকে আইন পাশ করেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অফ তামিলনাড়ুর সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন।