You will be redirected to an external website

Mamata Banerjee: চোট পাওয়ার ছ’দিন পরে ফের ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

Mamata-Banerjee:-চোট-পাওয়ার-ছ’দিন-পরে-ফের-ভোট-প্রচারে-মুখ্যমন্ত্রী

চোট পাওয়ার ছ’দিন পরে ভোট-প্রচারে মুখ্যমন্ত্রী

সোমবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকেই ভার্চুয়াল মাধ্যমে বীরভুমের এক জনসভায় বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে এই ভার্চুয়াল সভাটি হবে। যেখানে বীরভূম জেলার সমস্ত শীর্ষ নেতাকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের সফরসূচি তৈরির সময় সোমবার খয়রাশোলে একটি জনসভা রাখা হয়। সেই মতো জেলা তৃণমূল নেতৃত্ব প্রস্তুতিও শুরু করেছিল। গত বছর ১১ অগস্ট বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর বোলপুরের বাড়িতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। অনুব্রতকে সভাপতি পদে রেখে দিয়েই বীরভূমের সংগঠন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মমতা। 

মঙ্গলবার কলকাতায় ফেরার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। এমআরআই ইত্যাদি পরীক্ষা করানোর পর দেখা যায়, তাঁর পায়ের লিগামেন্টে চোট লেগেছে। আঘাত লেগেছে কোমরেও। চিকিৎসকেরা তাঁকে ভর্তি করে নিতেই চেয়েছিলেন। কিন্তু মমতা রাতেই কালীঘাটের বাড়িতে ফিরে যান। চিকিৎসকদের জানান, বাড়িতে তাঁদের পরামর্শ মেনে বিশ্রাম করবেন মুখ্যমন্ত্রী।

কিন্তু পঞ্চায়েত ভোটে মুখ্যমন্ত্রী বীরভূমের প্রচারসভা করতে আগ্রহী বলেই জানাচ্ছে তৃণমূলের একটি সূত্র। তাই বিকল্প পথে বীরভূমে জনসভা করার কর্মসূচি রাখা হয়েছে। মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘আমদের সবাইকে মুখ্যমন্ত্রীর সভাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন। আমাদের কাছে তা হবে নির্দেশের মতো।’’ প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে বীরভূমের ১১টি আসনের মধ্যে কেবল একটিতেই জয় পেয়েছিল বিজেপি। বীরভূমের দুবরাজপুর বিধানসভায় জিতেছিলেন বিজেপির অনুপ সাহা। তাঁর বিধানসভা কেন্দ্রেই মমতা নিজের ভার্চুয়াল সভা করবেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-বঙ্গোপসাগরে-তৈরি-একটা-নয়-দুটো-সাইক্লোনিক-সার্কুলেশন Read Next

Weather: বঙ্গোপসাগরে তৈরি একট...