দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ জরুরি বৈঠক নবান্নে
সবজি থেকে শুরু করে মশলাপাতি, শেষ কয়েকদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সবকিছুর দাম। বাজারে প্রায় সব সবজির দাম আকাশছোঁয়া। টমেটোর দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল। শেষ এক সপ্তাহে বাকি সবজির দামও বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নের মুখ্যসচিব উচ্চপর্যায়ের বৈঠক করেন।
পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন মুখ্য সচিব। তারপরেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজারে বাজারে পরিদর্শন। মূলত, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ জরুরি বৈঠক হয় নবান্নে।
নবান্নের তরফে জানানো হয়েছে, সুফল বাংলার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে পাওয়া যাচ্ছে সবজি। তবে সব বাজারের দিকে তাকালে কার্যত পকেটে টান পড়ছে মধ্যবিত্ত সমাজের। জিরের দামও এখন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাজারে এই মুহূর্তে গোটা সাধারণ জিরের দাম প্রতি কেজি ৮০০থেকে ৮৫০ টাকা। তবে জিরের দাম মাস খানেকের মধ্যে এক হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছনর সম্ভাবনা রয়েছে বলে বক্তব্য পোস্তা বাজারের ব্যবসায়ীদের।