You will be redirected to an external website

ছোট সাদা পোকা শুষে নিচ্ছে আমের রস,মাথায় হাত মালদহের আম চাষিদের

ছোট-সাদা-পোকা-শুষে-নিচ্ছে-আমের-রস,মাথায়-হাত-মালদহের-আম-চাষিদের

ছোট সাদা পোকা শুষে নিচ্ছে আমের রস

তীব্র দাবদাহের ফলে বেড়েছে দুধিয়া পোকার উপদ্রব। আর যে কারণে মালদহের অর্থকারী এই ফসল ক্ষতির মুখে। মালদহ জেলার উদ্যানপালন ও বাগিচা দফতরের আধিকারিকেদেরও কপালে ভাঁজ পড়েছে। জরুরি ভিত্তিতে এই পোকার উপদ্রব কমাতে আমচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে,মালদহ জেলায় ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু দয়ে পোকা আক্রমণের ফলে সেই লক্ষ্যে পৌঁছনো যাবে না বলেই আশঙ্কা প্রকাশ করছেন জেলা উদ্যান পালন ও বাগিচা দফতরের কর্তারা।

মালদহের চাঁচলের সিহিপুরের আম চাষি অনুকূল প্রামাণিক বলেন, যে হারে এই পোকার উপদ্রব বেড়েছে, তাতে আম গাছ বাঁচিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। ঋণ নিয়ে আম চাষ করেছিলাম। প্রথমে মুকুল ভাল হওয়ায় আশা করেছিলাম, এবার হয়ত ফলন ভাল হবে, দুটো পয়সার মুখ দেখব। তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত এই পোকার উপদ্রব থেকে আম রক্ষা করার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, আম চাষি অনিল দাস এই পরিস্থিতির জন্য জেলা উদ্যান পালন দফতরকে দায়ী করেছেন। তাঁর দাবি, উদ্যান পালন দফতরের আম চাষিদের নিয়ে কোনও মাথা ব্যাথা নেই। আম চাষ নিয়ে কোনও প্রশিক্ষণ বা সহযোগিতা তাঁরা উদ্যান পালন দফতরের কাছ থেকে পান না বলেও অভিযোগ তুলেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কবে-থেকে-শুরু-হবে-বৃষ্টি-?-জেনে-নিন-কী-বলছে-আবহবিদরা!
Read Next

কবে থেকে শুরু হবে বৃষ্টি ...