You will be redirected to an external website

ফের এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া,খালি করে দেওয়া হল কামরা!

কামরায় ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা! সংগৃহীত ছবি

আবারও ট্রেনে বিপত্তি, এবারও সেই ওডিশা। এ বার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে একটি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। 

এখনও হতাহতের কোনও খবর অবশ্য পাওয়া যায়নি।উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। মঙ্গলবার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে একটি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। এখনও হতাহতের কোনও খবর অবশ্য পাওয়া যায়নি।

সেকেন্দরাবাদ থেকে আগরতলা আসছিল। ওডিশার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।’’ তিনি জানান, আবার ট্রেনটি যাত্রা শুরু করেছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বাংলার ১০৩ জনের দেহ চিহ্...