You will be redirected to an external website

Smriti Irani : পাটনায় বিরোধী বৈঠকে মমতাকে খোঁচা দিলেন স্মৃতি ইরানি

পাটনায় বিরোধী বৈঠকে মমতাকে খোঁচা দিলেন স্মৃতি ইরানি

বিরোধী বৈঠকে সিপিএমের সঙ্গে এক টেবিলে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকায় তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন স্মৃতি ইরানি। কেন্দ্রের এই মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দেওয়ায় পাল্টা কড়া জবাব দিয়েছেন জোড়াফুল নেতৃত্ব। ইন্দোরে একটি সভায় রবিবার স্মৃতি ইরানি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার লালুজির পা ছুঁলেন। অথচ সংসদে দাঁড়িয়ে লালুজিকেই তিনি দুর্নীতিগ্রস্ত বলেছিলেন।

যাঁরা বাংলার রাজনীতি জানেন, তাঁদের মনে থাকবে এক সময়ে এই বামেরাই মমতাদিদিকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মেরেছিল।' স্মৃতির কটাক্ষের জবাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এ দিন বলেন, 'বিজেপির সঙ্গ ছেড়ে দেওয়ায় এনডিএ-ই এখন কার্যত উঠে গিয়েছে। কর্নাটকে হেরে যাওয়ায় দক্ষিণ ভারতে বিজেপি শূন্য। আগামী পাঁচ রাজ্যে যে ভোট হবে, সেখানেও বিজেপি হারতে চলেছে।' তাঁর সংযোজন, 'সেই জায়গায় এতগুলি বিরোধী দল একজোট হওয়ায় বিজেপি আতঙ্কিত হয়েছে।

স্মৃতি সিপিএম ও কংগ্রেসকেও একযোগে আক্রমণ করেছেন। তাঁর কথায়, 'পাটনায় বাম এবং কংগ্রেসের জোট হচ্ছে, এদিকে কেরালায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে জেলে পুরছে বামেরা।' স্মৃতির সমালোচনার উত্তরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, 'ফ্যাসিবাদী সঙ্ঘের হাতে পরিচালিত বিজেপিকে ক্ষমতচ্যুত করা বামপন্থীদের মূল লক্ষ্য।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-দক্ষিণবঙ্গের-জেলায়-জেলায়-বৃষ্টি,দু-ঘণ্টায়-হালকা-থেকে-মাঝারি-বৃষ্টির-সতর্কতা Read Next

Weather : দক্ষিণবঙ্গের জেলায় ...