আমেঠিতে পিছিয়ে গেলেন স্মৃতি ইরানি
এবারেও আমেঠি নিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি। যদিও এবারে রাহুল গান্ধী আমেঠিতে প্রার্থী হননি। তারপরেও ভোটের গণনা এগোতেই উল্টো ফল আসতে শুরু করেছে। আমেঠিতে পিছিয়ে গেলেন স্মৃতি ইরানি।ভোট গণনার শুরু থেকেই আমেঠির কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মাকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন স্মৃতি ইরানি। কিন্তু, ঘণ্টা দেড়েক পর দেখা গেল অন্য ফল। আমেঠিতে পিছিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা।
অন্যদিকে, এবারে রায়বরেলি ও ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট গণনার শুরু থেকেই দুটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিনি। দেড় ঘণ্টা পর স্মৃতি ইরানির কেন্দ্র, আমেঠিতে অন্য ছবি দেখা গেলেও এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী।