মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হল স্নেহলতা হেমব্রমকে । সংগৃহীত ছবি
শুক্রবার বালুরঘাটে দণ্ডি-বিতর্কের আঁচ রবিবারও। এই ঘটনার পরই দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হল স্নেহলতা হেমব্রমকে। সরানো হল তৃণমূল জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে।
বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন কয়েকশ তৃণমূল কর্মী। তারপর দেখা যায় গেরুয়া শিবিরে শামিল হওয়াদের মধ্যে চার জন শুক্রবার তৃণমূলে ফিরলেন। শুধু ফিরলেন না। প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন বালুরঘাট শহরের রাস্তায়। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিজেপির দাবি, আদিবাসী মহিলাদের সঙ্গে এই মধ্যযুগীয় বর্বরতা করেছে তৃণমূল। পাল্টা শাসকদলের বক্তব্য, ওঁরা স্বেচ্ছাতেই এভাবে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন!
শুধু বিজেপি নয়, বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে সরব হয় রাজ্যের অন্যদলগুলিও । এরপরই রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রদীপ্তা চক্রবর্তীকে। সেখানেই বলা হয় দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার মহিলা প্রেসিডেন্ট পদ সামলাবেন স্নেহলতা হেমব্রম। দণ্ডি বিতর্কের পরই দলের তরফে এই নির্দেশ সামনে এসেছে।