You will be redirected to an external website

সকাল থেকে আকাশের মুখ ভার, ঝিরঝিরে বৃষ্টি শহরতলিতে, কী বলছে হাওয়া অফিস?

সকাল-থেকে-আকাশের-মুখ-ভার,-ঝিরঝিরে-বৃষ্টি-শহরতলিতে,-কী-বলছে-হাওয়া-অফিস?

সকাল থেকে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কিছু এলাকা

খাতায়কলমে বিদায় নিয়েছে শীত। বসন্তের শুরুতে শীতের আমেজও উধাও। এর মধ্যেই শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কিছু এলাকা। অসময়ের বৃষ্টি তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিংয়ে শনিবার সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। জয়নগরের বিভিন্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টিতে কমেছে দৃশ্যমানতা। কোথাও কোথাও তা ৮০ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

বৃষ্টি হয়েছে কুলতলিতেও। এ ছাড়া, সুন্দরবন লাগোয়া গোসাবাও শনিবার সকাল থেকে হালকা বৃষ্টিতে ভিজেছে। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাতের দিকে ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল এই জেলার তাপমাত্রা। তা সকালে বেড়ে হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় শনিবার বেলার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল শহরের একাধিক এলাকায়। ভোরের দিকে কুয়াশাও ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও। ১৯ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে। দিনের তাপমাত্রা ছাপিয়ে যাবে ৩০ ডিগ্রির গণ্ডি। রাতের দিকে ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মহারাজ-কৃষ্ণচন্দ্র-নির্মিত-প্রাচীন-শিবমন্দিরে-মহাশিবরাত্রিতে-ভোররাত-থেকেই-অগণিত-ভক্ত-সমাগম Read Next

মহারাজ কৃষ্ণচন্দ্র নির্...