কয়েকটি জেলায় সোমবার পর্যন্ত সইতে হবে অস্বস্তির গরম
রবিবার বিকেলের দিকে কলকাতা এবং পার্শ্ববতী অঞ্চল-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে সোমবারও। যদিও পুরুলিয়া, বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় রবিবার এবং সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তা স্থায়ী হবে না। কারণ আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে বর্ষা আগেই প্রবেশ করেছে। প্রায় প্রতি দিনই হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। রবি থেকে মঙ্গলবার তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি পাঁচ জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন অর্থাৎ রবি এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় এই দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২০ তারিখ, অর্থাৎ মঙ্গলবার থেকে এই বৃষ্টি আর একটু বাড়তে পারে। কারণ হাওয়া অফিস মনে করছে, আগামী দু-তিন দিনে খাতায়কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। এর ফলে আগামী চার-পাঁচ দিনে দক্ষিণে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।