You will be redirected to an external website

Healthy Habits: সুস্থ থাকতে কিছু নিয়ম মেনে চলতে হবে,ফিট থাকতে সাহায্য করবে শরীর..

Healthy-Habits:-সুস্থ-থাকতে-কিছু-নিয়ম-মেনে-চলতে-হবে,ফিট-থাকতে-সাহায্য-করবে-শরীর..

সুস্থ থাকতে কিছু নিয়ম মেনে চলতে হবে

সুস্থ থাকার শেষ কথা শুধু ডায়েট আর শরীরচর্চা নয়। সারা দিন কয়েকটি বিষয়ের উপর নজর দেওয়া জরুরি। অনেকেই সকাল এবং রাতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন। দীর্ঘ দিন সুস্থ থাকতে সেটাই যথেষ্ট নয়। বরং নিজেকে ফিট রাখতে দুপুরেও কিছু অভ্যাস বদলানো জরুরি। দুপুরের সময়টা অনেকেরই অফিসেই কাটে। ফলে কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়ার সময় থাকে না ঠিকই। কিন্তু আলাদা করে যে সময় বার করতে হবে, বিষয়টি তেমনও নয়।

সকালে অফিসে আসার আগে তাহাহুড়ো থাকলেও চিন্তা থাকে না। ফলে জলখাবারে যাই থাক, শান্ত হয়ে বসে খাওয়া যায়। আবার অফিস থেকে রাতে বাড়ি ফিরেও ধীরেসুস্থে খাওয়া যায়। কিন্তু অফিসে থাকলে দুপুরের খাবার নাকেমুখে গুঁজতে হয়। অনেক সময় দুপুরের খাবার খেতে খেতে সেই বিকাল পেরিয়ে যায়। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। 

শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম কিংবা হাঁটহাঁটি করলে চলবে না। দুপুরেও খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করা জরুরি। দুপুরে সাধারণত ভারী খাবারই খাওয়া হয়। ভাত কিংবা রুটি, দুপুরের খাবারে যাই থাক খাওয়ার পরে পাঁচ মিনিটের জন্য হলেও হাঁটা জরুরি

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rainfall-:-ভারী-বৃষ্টি-দিল্লি,-নয়ডায়,-জলমগ্ন-রাজধানীর-কয়েকটি-এলাকা Read Next

Rainfall : ভারী বৃষ্টি দিল্লি, ...