You will be redirected to an external website

রেল লাইনে ঢুকল ট্রাক, কোনও ক্রমে রক্ষা পেল তিস্তা তোর্সা এক্সপ্রেসে

রেল-লাইনে-ঢুকল-ট্রাক,-কোনও-ক্রমে-রক্ষা-পেল-তিস্তা-তোর্সা-এক্সপ্রেসে

কোনও ক্রমে রক্ষা পেল তিস্তা তোর্সা এক্সপ্রেসে

ফের দুর্ঘটনা ফরাক্কার রেল ব্রিজে। সোজা রেল লাইনে ঢুকে পড়ল মালবাহী ট্রাক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। ব্যারেজে বন্ধ রয়েছে যান চলাচল। গাড়ি চলাচল করছে না ৩৪ নম্বর জাতীয় সড়কেও। তিস্তা তোর্সা এক্সপ্রেস কোনও ক্রমে এড়িয়েছে দুর্ঘটনা।

তবে সূত্রের খবর, বড়সড় দুর্ঘটনার হাত রক্ষা পেয়েছে ট্রাকটি। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন। হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার খবর পেয়েই সিআইএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশের তৎপরতায় যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।

কয়েকদিন আগেই ফরাক্কা ব্যারেজের এই সেতুর ওপরেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। রেলিং ভেঙে একটি লরি সোজা ধাক্কা দিয়েছিল মালগাড়িকে। জানা যায় সে দিন সেতুর উপর দিয়ে একটি লরি তীব্র গতিতে ছুটে আসছিল, রেলিংয়ের অন্যদিক থেকে সেই সময় একটি মালগাড়ি আসছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Global-warming:-প্রাকৃতিক-দুর্যোগের-কবলে-হিমাচল-প্রদেশ,-বিপর্যয়ের-কারণ-জানালেন-বিজ্ঞানীরা Read Next

Global warming: প্রাকৃতিক দুর্যোগ...

Related News