You will be redirected to an external website

Paresh Adhikari: ৩০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

Paresh-Adhikari:-৩০-বছর-বয়সে-প্রয়াত-প্রাক্তন-মন্ত্রী-পরেশ-অধিকারীর-পুত্র

৩০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। হীরকজ্যোতি পেশায় চিকিৎসক ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতে বাবা পরেশের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। আচমকা অসুস্থ বোধ করায় হীরকজ্যোতিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস জানান, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর এবং দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে। হীরকজ্যোতি মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। 

এর আগে রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল পরেশের। মেয়ে অঙ্কিতা অধিকারীকে ‘ক্ষমতা ব্যবহার’ করে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আজ-লক্ষ্মীপুজোর-রাতেই-চন্দ্রগ্রহণ,দিল্লিতে-দক্ষিণ-পশ্চিম-আকাশে-চন্দ্রগ্রহণ-দেখা-যাবে Read Next

আজ লক্ষ্মীপুজোর রাতেই চ...