You will be redirected to an external website

Sonia Gandhi: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে নেতৃত্ব দেবেন সনিয়া

Sonia-Gandhi:-মহিলা-সংরক্ষণ-বিল-নিয়ে-বিতর্কে-নেতৃত্ব-দেবেন-সনিয়া

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে নেতৃত্ব দেবেন সনিয়া

মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে লোকসভায় পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। এই বিলে বলা হয়েছে, দেশের সংসদীয় ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে সংসদ ও প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আজ, বুধবার অধিবেশনের তৃতীয় দিনে এই বিল নিয়ে বিতর্ক-আলোচনা হওয়ার কথা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের তরফে বিতর্কে যোগ দেবেন জলনেত্রী সনিয়া গান্ধী।  তৃণমূল কংগ্রেসের তরফে মহুয়া মৈত্র ও অপর এক সাংসদ বক্তব্য রাখতে পারেন।

আজ সকাল ১১টা থেকে অধিবেশন শুরু হবে। শুরুতেই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হতে পারে। বিরোধী শিবির এই বিলের বিশেষ বিরোধিতা করবে না বলেই সূত্রের খবর। তবে ওবিসি শ্রেণির জন্যও সংরক্ষণের দাবি জানাতে পারে আরজেডি, সমাজবাদী পার্টির মতো কয়েকটি দল। কংগ্রেসও এই আলোচনায় সামিল হবে। দলের তরফে জানানো হয়েছে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

অন্য়দিকে, মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব কার, তা নিয়ে আজও সংসদ উত্তাল হতে পারে। গতকালই লোকসভায় যখন এই বিল পেশ করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন। এদিকে, কংগ্রেসের তরফে এই বিলকে বিজেপি সরকারের জুমলা বলেই দাবি করা হয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দুবাই-পৌঁছে-গেলেন-মমতা,-বাংলায়-লগ্নি-নিয়ে-রয়েছে-একাধিক-কর্মসূচি Read Next

দুবাই পৌঁছে গেলেন মমতা, ব...