You will be redirected to an external website

‘কেন আমাকে বারবার রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে?’ ত্রিপুরা বিতর্কে ‘বিষণ্ণ’ সৌরভ

‘কেন-আমাকে-বারবার-রাজনীতির-সঙ্গে-জড়ানো-হচ্ছে?’-ত্রিপুরা-বিতর্কে-‘বিষণ্ণ’-সৌরভ

ত্রিপুরা বিতর্কে ‘বিষণ্ণ’ সৌরভ

রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সায় দেওয়ার পর তাঁর রাজনীতিতে যোগ নিয়ে রীতিমতো আলোচনার আসর বসে যাচ্ছে। যা দেখে ব্যাথিত বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সরল প্রশ্ন,”আমার সবকিছুর সঙ্গে রাজনীতি কেন জুড়ে দেওয়া হচ্ছে?”

ত্রিপুরা সরকার সৌরভকে নিজেদের পর্যটন দপ্তরের ‘শুভেচ্ছা দূত’ হিসাবে ঘোষণা করেছে। সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে যে জলঘোলা হচ্ছে, তা একেবারেই না-পসন্দ মহারাজের। তিনি বলছেন, “ত্রিপুরা থেকে আমার কাছে এসেছিল। আমাকে অফার করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সবকিছুতে কেন রাজনীতি যোগ করা হচ্ছে? শচীন কেরালাতে রয়েছে, শাহরুখ কলকাতাতে রয়েছে, গুজরাটের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, ধোনি ঝাড়খণ্ডের সঙ্গে, কেন আমার সঙ্গে সব সময় রাজনীতির যোগ খোঁজা হয়? এটা আমার কাছে খুব বেদনাদায়ক।”

আসলে ‘মহারাজ;কে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক, আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। এবার ত্রিপুরার প্রস্তাবে রাজি হয়ে সৌরভ জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাঁকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, সেটা পছন্দ করছেন না দাদা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অভিষেকের-বিরুদ্ধে-কলকাতা-হাই-কোর্টে-মামলা-শুভেন্দুর-! Read Next

অভিষেকের বিরুদ্ধে কলকাত...