শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ
টানা ১০ দিনের গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশিরভাগ জেলা। শনিবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৮ জেলা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ— এই আট জেলাতেই শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। শনিবার সারা দিন ধরেই শহরের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বিগত কয়েক দিনের তুলনায় কম থাকবে তাপমাত্রা।
পাশাপাশি রবিবার থেকে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
আবহবিদরা জানিয়েছেন, শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে। যার রেশ থাকবে রবিবার অবধি।