আগামী সপ্তাহেই ভিজবে দক্ষিণবঙ্গ
তাপপ্রবাহে বাড়ি থেকে বেরনোই যেন দায়। তারই মাঝে সুখবর দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বদলাতে পারে আবহাওয়া। ভিজতে পারে দক্ষিণবঙ্গ। কমবে লু-র দাপট।
আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, রবিবার সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে তার প্রভাব পড়বে না তাপমাত্রায়। সোমবারও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত পরিস্থিতির কোনও বদল নেই। প্রচণ্ড উষ্ণ পশ্চিমি হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়।
প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কমবে লু-র দাপট।