দক্ষিণবঙ্গে সকালে মেঘলা আকাশ থাকবে
রাজ্য জুড়ে আজও মেঘলা আকাশ পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। পার্বত্য এলাকার-সহ উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। আজ কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা; সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, তাপমাত্রা বাড়বে।
দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে সোমবার পশ্চিম রাজস্থান থেকে।এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান শহরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা স্পষ্ট করে বলেনি আবহাওয়া দফতর।
উত্তর প্রদেশ এবং উড়িষাতে ঘূর্ণাবর্ত দেখা দেবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা যা ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে।দক্ষিণবঙ্গে সকালে মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে।