ক্যাবে আপনি সুরক্ষিত ? সংগৃহীত ছবি
পরিবহণ মন্ত্রী জানান অ্যাব ক্যাব চালনোর চালকদের সরকারি বাধ্যতামূলক জানতে হবে । তবেই তারা তাদের পরিবহণ জারি রাখতে পারবে । আর তা না হলে অ্যাব ক্যাব সংস্থা দের কড়া শাস্তির সম্মুখীন হতে হবে । মন্ত্রী জানান কলকাতায় অনেকেরই বৈধ লাইসেন্স নেই । রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তা অতি আবশ্যক জরুরী তা না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।
যাত্রী প্রত্যাখ্যান থেকে অতিরিক্ত ভাড়া। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়।এমনকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ। লাইসেন্স ছাড়াই রাজ্যে ব্যবসা করছে অনেক অ্যাপ ক্যাব সংস্থা। আবার বেশ কিছু অ্যাপ ক্যাব সংস্থার কলকাতায় কোনও অফিস নেই। এই সংস্থাগুলোর বিরুদ্ধে এবার কড়া রাজ্য সরকার। লাইসেন্স ছাড়া ব্যবসা করছে যে সমস্ত অ্যাপ ক্যাব সংস্থা এবং যে সব সংস্থার কলকাতায় অফিস নেই তাদের বিরুদ্ধে কড়া পক্ষেপের কথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। শনিবারের বৈঠকে বাইক ট্যাক্সির হলুদ নম্বর প্লেট করার বিষয়েও আলোচনা হয়। কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়া ঠিক করার দাবিতে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক সংগঠনগুলো। অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো যাত্রী প্রত্যাখানের সমস্যা সমাধান করতে অনুরোধ করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।