You will be redirected to an external website

Indonesia Earthquake:জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া মাত্রা ৭.৩

Indonesia-Earthquake:জোরালো-ভূমিকম্পে-কেঁপে-উঠল-ইন্দোনেশিয়া-মাত্রা-৭.৩

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোর ৩টে নাগাদ এই ভূকম্পন লক্ষ করা যায়। যার জেরে প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে সংশ্লিষ্ট দফতর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি। যার মধ্যে রিখটার স্কেলে একটি ৫ মাত্রার ভূকম্পও লক্ষ করা গিয়েছিল।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরি জানিয়েছেন, পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে ভূমিকম্পটি সবচেয়ে তীব্র ভাবে অনুভূত হয়েছিল। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ভূমিকম্পের কী প্রভাব পড়েছে তা জানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আজও-রাজ্যজুড়ে-স্বস্তির-বৃষ্টি,-৩০-থেকে-৫০-কিলোমিটার-বেগে-বইবে-ঝোড়ো-হাওয়া! Read Next

আজও রাজ্যজুড়ে স্বস্তির...