You will be redirected to an external website

ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!

ফের-ভূমিকম্প!-তীব্র-কম্পন-অসমের-গুয়াহাটিতে,-প্রবল-আতঙ্ক-চারদিকে!

তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে

ফের দেশে ভূমিকম্প। সকাল ৮টা ৫ নাগাদ অনুভূত হল অসমের গুয়াহাটিতে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। আতঙ্ক ছড়িয়েছে চারদিকে আপাতত যা জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি সে রাজ্যে।

গুয়াহাটির এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, অসমের উৎসস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্যগুলি মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে সকলে। রবিবার পঞ্জাব ও হরিয়ানার একাধিক অংশ-সহ দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

চলতি বছর মার্চের শুরুতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লি-এনসিআর, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান-সহ উত্তর ভারতের অনেক অংশে শক্তিশালী কম্পন হয়। এতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর অবশ্য পাওয়া যায়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

অভিষেকের-কনভয়ে-হামলায়-CID-তদন্তের-নির্দেশ Read Next

অভিষেকের কনভয়ে হামলায় CID �...

Related News