You will be redirected to an external website

দুর্গাপূজা প্রায় কাছাকাছি,অক্টোবরে কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ...?

দুর্গাপূজা-প্রায়-কাছাকাছি,অক্টোবরে-কতদিন-বন্ধ-থাকবে-স্কুল-কলেজ...?

শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব

অক্টোবর হল উৎসবের মাস। এটি এমন একটি মাস যা একগুচ্ছ উৎসব আর ছুটিতে ভরপুর। দেশ, স্থান বিশেষে এবং পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিতে স্কুলের ছুটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এগুলি সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্দিষ্ট হয়।বছরের এই একটি মাস আসতেই মুখিয়ে থাকে ছাত্র ছাত্রীরা। কারণ লম্বা ছুটি মিলতে চলেছে খুব শিগগিরই। কলকাতা তথা বাংলায় টানা ছুটি থাকলেও দেশের অন্য সব প্রান্তেও ছুটির তালিকা কিছু কম থাকে না এই মাসে।

গান্ধি জয়ন্তী, দীপাবলি, দুর্গাপূজা প্রায় কাছাকাছি থাকায়, শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্য ভিত্তিকভাবে পরিবর্তিত হতে পারে। স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য মুখিয়ে থাকেন ঠিকই। কিন্তু সারা বছর ধরে অনেকগুলি অতিরিক্ত ছুটিও পায় পড়ুয়ারা। জাতীয় ছুটির দিনগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য কিছু ছুটিও দেওয়া হয়।

অক্টোবর ১৪: শনিবার - (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে
অক্টোবর ১৫: রবিবার - (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে
১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর: মহাপঞ্চমী - বিজয়া দশমী বা দশেরা
অক্টোবর ২৮: মহর্ষি বাল্মীকি জয়ন্তী
অক্টোবর ২৯: রবিবার - সাধারণত, শনিবার এবং রবিবার স্কুল বন্ধ থাকে

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-কলকাতা-সহ-দক্ষিণবঙ্গে-ভারী-বৃষ্টির-সতর্কতা-জারি-করল-হাওয়া-অফিস Read Next

Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ...