You will be redirected to an external website

Suvendu Adhikari: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দুর

Suvendu-Adhikari:-রাজ্যপালকে-সন্দেশখালি-যাওয়ার-আবেদন-শুভেন্দুর

রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর

রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর। অবিলম্বে সন্দেশখালি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জিও জানালেন বিরোধী দলনেতা। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু।

সন্দেশখালিতে মহিলারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন ভাঙতে তৃণমূলী ক্যাডার এবং গুন্ডাবাহিনী মোতায়েন করেছে শাসক দল অভিযোগ শুভেন্দুর। পুলিশ শেখ শাহজাহান ও অন্যান্যদের গ্রেফতার না করে তাদের নিরাপত্তা দিচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু। তৃণমূলের গুন্ডাবাহিনী প্রতিবাদীদের ঘর ভাংচুর এবং তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা। সন্দেশখালি ১ এবং ২ এলাকার মোট ১৬ টি পঞ্চায়েতজুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-‘কামব্যাক’-শীতের,-শৈত্যপ্রবাহের-সতর্কতা-রাজ্যে!-একধাক্কায়-ঠান্ডা-বাড়ল-অনেকটা Read Next

Weather: ‘কামব্যাক’ শীতের, শৈ...