You will be redirected to an external website

Suvendu Adhikari: দুর্গাপুজো পর্যন্ত থাকুক কেন্দ্রীয় বাহিনী, বোসের দুয়ারে দাবি শুভেন্দুর

Suvendu-Adhikari:-দুর্গাপুজো-পর্যন্ত-থাকুক-কেন্দ্রীয়-বাহিনী,-বোসের-দুয়ারে-দাবি-শুভেন্দুর

রাজভবনে বোসের দুয়ারে শুভেন্দু অধিকারী

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই আর্জিই জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজভবনের দুয়ারে পৌঁছে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু। পুলিশি বাধার অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছিলেন তিনি। এরপর রবিবাসরীয় সন্ধেয় ফের একবার শতাধিক বিজেপি কর্মী-সমর্থককে নিয়ে রাজভবনে বোসের দুয়ারে শুভেন্দু অধিকারী।

লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে জেলায় জেলায় বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন বলে অভিযোগ বিজেপির। বহু কর্মী-সমর্থক আতঙ্কে ঘরছাড়া বলে দাবি পদ্ম শিবিরের। ইতিমধ্যেই মাহেশ্বরী ভবনে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাল বোস। তারপর আজ ভোট পরবর্তী হিংসার ‘শিকার’ বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রাজভবনে বিধানসভার বিরোধী দলনেতা।

পাশাপাশি, যারা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। ভোট পরবর্তী গোলমালে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি যে সব জায়গায় অশান্তির অভিযোগ উঠে আসছে, সেই সব জায়গা যাতে রাজ্যপাল পরিদর্শনে যান, সেই অনুরোধও করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, অতীতে একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে গ্রাউন্ড জিরোয় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-উত্তরের-আবহাওয়া-ক্রমশ-খারাপ-হয়েছে,আরও-ধস,-আরও-বড়-বিপর্যয়ের-আভাস Read Next

Weather: উত্তরের আবহাওয়া ক্রম...