যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বিকেলে এবিভিপি-র অবস্থানে যোগ দেবেন বিরোধী দলনেতা। ১৮ অগস্ট অর্থাৎ আগামিকাল বগুলায় মৃত পড়ুয়ার বাড়ি যাবেন শুভেন্দু। সঙ্গে যাবেন দশ-পনেরো জন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, ছাত্রমৃত্যুর প্রতিবাদে বিধানসভা উত্তাল করারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেন,”আমি ব্রাত্য বসুকে বলছি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট (পড়ুয়া মৃত্যুর পর কী কী পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট) আপনাকে দিতে হবে। নয়ত হাউস চালাতে দেব না।” ইউজিসি-র আসা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা জানান, হয়ত এ রাজ্যে আসার ক্ষেত্রে সুরক্ষা-নিরাপত্তার ভয় থাকতে পারে তাদের।
উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইউজিসির কাছে একটি বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। এর পাশাপাশি ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়কে। যাদবপুরের তরফে পাওয়া সেই রিপোর্টেই সন্তুষ্ট ইউজিসি। তার জন্য বুধবার রাজ্যে আসেনি তারা। তবে মঞ্জুরি কমিশনকে আসার চিঠি লিখবেন শুভেন্দু। অপরদিকে, গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া উত্তরে যে ইউজিসি সন্তুষ্ট নয়।