You will be redirected to an external website

Suvendu Adhikari: যাদবপুরে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর!

Suvendu-Adhikari:-যাদবপুরে-হত্যার-ষড়যন্ত্রের-অভিযোগ-শুভেন্দু-অধিকারীর!

তাঁর ওপর হামলার অভিযোগ করেন শুভেন্দু

বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধরনা অবস্থান মঞ্চ থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলার অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি থেকে বেরোনোর সময় কালো পতাকা দেখানো হয়। RSF-এর বিরুদ্ধে অভিযোগ। যাদবপুর থানার ওসিকে অভিযোগ বিরোধী দলনেতার। অবিলম্বে অভিযোগ পত্রটি FIR হিসেবে গণ্য করে তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোচ্ছেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন।

গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার আগে এবং পরেও একই ছবি দেখা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই বিজেপি ও অতিবামপন্থী সংগঠনের সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে অতিবামপন্থী সংগঠন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-আগামী-দু-ঘন্টায়-বজ্রবিদ্যুৎ-সহ-মাঝারি-বৃষ্টির-সতর্কতা Read Next

Weather: আগামী দু-ঘন্টায় বজ্...