You will be redirected to an external website

Suvendu Adhikari: ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু

Suvendu-Adhikari:-‘আক্রান্ত’দের-নিয়ে-রাজভবনে-রাজ্যপালের-সঙ্গে-দেখা-করবেন-শুভেন্দু

রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু

ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে আবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চাইলে নতুন করে আবেদন করতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যদি রাজভবন অনুমতি দেয়, তবে সেখানে যেতে পারবেন তাঁরা। শুক্রবার এমনটাই জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। 

শনিবার বিরোধী দলনেতার দফতর সূত্রে তাঁর রবিবারের এই কর্মসূচির কথা জানা গিয়েছে। রাজভবন থেকে বিরোধী দলনেতাকে সাক্ষাতের জন্য সন্ধ্যা ছ’টায় আসতে বলা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাঁদের। যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাঁদের বাধা দিয়েছে।

শুক্রবার রাজ্যপাল বোস উত্তর কলকাতার মাহেশ্বরী ভবনে ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান। তাদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কড়া বার্তা দেন। তিনি জানান, এ বিষয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলবও করেছেন। সেখানে দাঁড়িয়েই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হল, সেই প্রশ্ন তুলে রাজ্যপাল বলেন, ‘‘এটা সংবিধান বিরোধী।’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। আমি কিন্তু চুপ করে থাকব না। আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাঁদের আটকানো উচিত নয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sheikh-Shahjahan:-সন্দেশখালি-কাণ্ডে-প্রথম-জামিনে-মুক্তি,শাহজাহান-ঘনিষ্ঠ Read Next

Sheikh Shahjahan: সন্দেশখালি কাণ্ড...