You will be redirected to an external website

সরকারি এবং বেসরকারি স্কুল ,কলেজ , ও বিশ্ববিদ্যালয় গুলির ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

সরকারি-এবং-বেসরকারি-স্কুল-,কলেজ-,-ও-বিশ্ববিদ্যালয়-গুলির-ছুটি-ঘোষণা-করলেন-মুখ্যমন্ত্রী!

দাবদাহ গরমের জেরেই এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ! সংগৃহীত ছবি

উত্তপ্ত গরমের জেরেই সমস্ত স্কুল , কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । দাবদাহ গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী ।বর্তমানে কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। যার দরুন সব থেকে বেশি ভুগছে পড়ুয়ারা। এই অবস্থায় তাদের কষ্ট থেকে রেহাই দিতে স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করার কথা সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আপাতত আগামী সপ্তাহ অর্থাৎ সোম থেকে শনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, ২ মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে রবিবার এক সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো বলেন, গরমে বাচ্চাদের ভীষণ কষ্ট হচ্ছে। আবহাওয়া দফতরও জানিয়েছে আগামী সপ্তাহেও এমনই দাবদাহ থাকবে। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে পরের গোটা সপ্তাহ রাজ্যের সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে। তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভবনা নেই আর যার ফলেই এই ছুটির অতি প্রয়োজনীয়তা ছিল বলেই জানিয়েছেন বহু অভিভাবকেরা । তাপমাত্রাও খুব একটা কমবে না শহরে। রবিবারও ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। ফলে অস্বস্তি যে কমছে না, তা এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে সব থেকে সমস্যা হয় খুদে পড়ুয়া এবং বৃদ্ধদের। যে সব বৃদ্ধ ওই পড়ুয়াদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা করেন, তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।যার জেরেই এমন সিন্ধান্ত । যদিও এই ছুটির মেয়াদ এক সপ্তাহ ।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মৃদু-ভূমিকম্পে-কেঁপে-উঠল-মণিপুর-! Read Next

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠ...