পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য সৌমিত্র খাঁয়ের । সংগৃহীত ছবি
সৌমিত্র খাঁ! বারবারই যিনি কিনা বিতর্কে জড়িয়েছেন। কখনও স্ত্রীকে নিয়ে তো কখনও বিতর্কিত মন্তব্য করে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। কিন্তু কোনও কিছুতেই তিনি যে থামতে রাজি নন তা ফের একবার বুঝিয়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ। একেবারে পুলিশকে অশালীন আক্রমণ তাঁর। আক মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হন সৌমিত্র খাঁ! আর সেখানে প্রকাশ্যে মাইক হাতে সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। সৌমিত্র খাঁ বলেন, "আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোর বাড়িতেও ছেলে মেয়ে আছে। এই গ্রাম বাংলার মা বোনেদের হুমকি দিবি।
এখানেই শেষ নয়, পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি এদিন সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকির সুরে বলেন, " আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী তথা সাংসদ সৌমিত্র খাঁয়ের এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে সব মহল।
সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রায় ২০০ টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে সরব হন সৌমিত্রও। সেই বিক্ষোভ থেকে সাংসদ দাবি করেন, এই মহিলারা যখন সোনামুখী থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তখন থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করেন।