আবার আচমকা সিবিআই হানা বিকাশ ভবনে!
নিয়োগ মামলার তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার দুপুরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক-সহ একটি দল বিকাশ ভবনে এসেছিলেন। সিবিআই অভিযান শুরুর পরেই উত্তর থানার পুলিশ এসে পৌঁছয় বিকাশ ভবনে। তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে।
এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামে আবার গিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সে সময় তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ঘরে গিয়েছিলেন। সেখানে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল কিছু প্রয়োজনীয় নথি। পাশাপাশি, ওই গুদামে গিয়েছিলেন তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালে ২৩ ডিসেম্বর সিল করেছিল সিবিআই।