হঠাৎ আগুন ধরে গেল বন্দে ভারতে
সাতসকালেই ভয়ঙ্কর বিপত্তি। আগুন ধরে গেল বন্দে ভারত এক্সপ্রেসে। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লি-গামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে।
সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিনের উদ্দেশে রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। রানি কমলাপতি স্টেশন থেকে বেরতেই হঠাৎ ট্রেনে গোলযোগ দেখা যায়। কুরওয়াই কেথোরা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তখনই হঠাৎ নজরে আসে একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই ফুলকি দিয়ে আগুন বের হয়, দাউ দাউ করে আগুন ধরে যায় ট্রেনের নীচের অংশে। যে সমস্ত যাত্রীরা দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছিলেন, আতঙ্কে তাঁরা ট্রেন থেকে ঝাঁপ দেন।
ভারতীয় রেলওয়ের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, কুরওয়াই কেথোরা স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় কোনও যাত্রী আহত হননি।